Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বাড়ি একটি খামার

একটি বাড়ী একটি খামার প্রকল্পটি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ন প্রকল্প। অত্র প্রকল্পের আওতায় ২০১৪ সালে আমাদের ইউনিয়ন পরিষদ অন্তর্ভূক্ত করাহয়েছে। ইতিমধ্যে আমাদের ইউনিয়নে সমিতি গঠনের লক্ষ্যে গ্রামের তালিকা চূড়ান্ত করাহয়েছে।

নিম্নে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতাধীন গঠিত গ্রামে সমিতির তালিকাঃ

ক্রমিক

গ্রামের নামওয়ার্ডমন্তব্য

০১

দক্ষিন ভাগ(দক্ষিন গাঁও)০৬

 

০২

উত্তর গা৭ও০৬

 

০৩

উজান মেহেরপুর০১

 

০৪

ফতেহপুর০৯

 

০৫

মাসুরা০৭

 

০৬

খমিয়া পাতন০৭

 

০৭

পশ্চিম ভাগ০৫

০৮

দক্ষিন ভাগ০৪

 

০৯

দক্ষিন ভাগ(দক্ষিন গাঁও)০৬

 

সার সংক্ষেপঃ

ক) বকনা গাভী- ২৫ জনে ২৫টি বকনা গাভী=   ৫,০০,০০০/- টাকা।

খ) টিন- ১৫ জনে ১৫টি করে টিন- ২২৫টি=     ১,৫০,০০০/- টাকা।

গ) হাঁস-মুরগী- ৮ জনে ৫০০০/- হারে=        ৪০,০০০/- টাকা।

ঘ) সবজি চাষ- ৩০ জনে ১০০০/- হারে=             ৩০,০০০/- টাকা।

ঙ) গাছের চারা- ২৩ জনে ১০০০/- হারে=            ২৩,০০০/- টাকা।

                        সর্বমোট- ১০১ জন=        ৭,৪৩,০০০/- টাকা।