ভাদেশ্বর ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্বদের নাম
১. মরহুম আব্দুল মতিন চৌধুরী- সাবেক মন্ত্রী, গ্রাম: পূর্ব ভাগ ফতেহখানী।
২. ” খান বাহাদুর নাছির উদ্দিন চৌধুরী- সাবেক চিফ জুডিশিয়াল মাজেস্ট্রেট, কলকাতা, গ্রাম: ভাদেশ্বর দক্ষিন ভাগ।
৩.” খান বাহাদুর এম.ডি মাহমুদ চৌধুরী- সাবেক চেয়াম্যান রেভিনিউ বোর্ড পাকিস্থান, (সিতারা পাকিস্থান)
৪. ” সলমান চৌধুরী- সাবেক প্রিন্সিপাল এম.সি কলেজ, সিলেট।(সিতারা এ জুয়ারাত) গ্রাম: পূর্ব ভাগ।
৫. ” ডাঃ আব্দুস সোবহান চৌধুরী- সাবেক ডিজি স্বাস্থ্য বিভাগ।
৬. ” হেদায়েত আহমদ চৌধুরী- সাবেক শিক্ষা সচিব।
৭. ” আনিসুল হক চৌধুরী- সাবেক সচিব।
৮. ” আছদ্দর আলী- সাবেক শ্রমিক নেতা
৯. ” ছাদিকুর রহমান চৌধুরী- সাবেক মেজর জেনারেল।
১০. জনাব আফতাব আলী- বীর উত্তম, বীর প্রতীক (অবঃক্যাপটেন) গ্রাম: দক্ষিন ভাগ
১১. জনাব শমশের মুবীন চৌধুরী- বীর বিক্রম, সাবেক পরঃ সচিব। গ্রাম: দক্ষিন ভাগ (নোওয়া বাড়ী)
১২. জনাব শরফ উদ্দিন খছরু- সাবেক এমপি, গ্রাম: দক্ষিন ভাগ।
১৩. এয়ার কমোডর জনাব আলাউদ্দিন চৌধুরী।
১৪. জনাব শাফায়েত আহমদ চৌধুরী- প্রতিষ্ঠাতা, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ও সাবেক জালানী সচিব।
১৫. মরহুম মোঃ আব্দুল গফুর- প্রশাসনিক কর্মকর্তা, গ্রামঃ মাইজ ভাগ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস