ভুমিকা: প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় ঐতিহ্য মন্ডিত সিলেট জেলা বাংলাদেশে অনন্য স্থানে আসীন। প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং ছোট ছোট পাহাড়, টিলা, অরণ্য বেষ্টিত সিলেট স্বমহিমায় উদ্ভাসিত। প্রবাসী অধ্যুষিত সিলেটের জনগণ দেশের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারি নদীর অপরূপ সৌন্দর্য সিলেটকে আলাদা ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করেছে। ঐতিহাসিক কাল থেকে-দুটি পাতা একটি কুড়ির দেশ আমাদের এই দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের বিখ্যাত জেলা সিলেট, এই সিলেটের একটি ঐতিহ্যবাহী উপজেলা গোলাপগঞ্জ থানার অধিনে একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন যার নাম-৮ নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ।
যোগাযোগ ব্যবস্থা ও দুরত্ত: গোলাপগঞ্জ উপজেলা হতে ১২ কিঃমিঃ
আয়তন: ৩৩ বর্গকিলোমিটার।
সীমানা: পূর্বে কুশিয়ারা নদী, পশ্চিমে ঘিলাছড়া ও মোগলা বাজার ইউনিয়ন,
উত্তরে লক্ষনাবন্ধ ও ঢাকাদক্ষিন ইউনিয়ন,
দক্ষিনে কুশিয়ারা নদী ও শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদের অধিনে মৌজার সংখ্যা ১২ টি, গ্রামের সংখ্যা ৩৫ টি, যথা”- ১নং ওয়ার্ড(নালিউরি, নুরপুর, তেরাপুর, কৃঞ্চপুর, উজানমেহরপুর) ২নং ওয়ার্ড(পূর্ব ভাগ, রাজাপুর, ফতেহখানি, ছিলিমখানি, ফকিরটুল, নোয়াপাড়া) ৩নং ওয়ার্ড (কলাশহর, মাইজ ভাগ, ছিলিমপুর) ৪নং ওয়ার্ড(দক্ষিন ভাগ, দরগা দাইড়, শেখপাড়া) ৫নং ওয়ার্ড(পশ্চিম ভাগ, দখারপাড়া, মোড়ারকিয়ার, তেরাগুলি) ৬নং ওয়ার্ড(দক্ষিন গাও, উত্তর গাও) ৭নং ওয়ার্ড(খমিয়া পাত্তন, মাসুরা(বড়বাড়ি), শিতেশ্বর) ৮নং ওয়ার্ড(শেখপুর, গোটারগাও, গোয়াসপুর, নিয়াগুল, কাটাখালের পার, কুলিয়া) ৯নং ওয়ার্ড (হাওরতলা, ফতেহপুর)
ওয়ার্ডের সংখ্যা: ০৯টি
জনসংখ্যা মোট ৫০,০০০ জন, (পুরুষ ২৪,৮০০ জন, নারী ২৫, ২০০ জন)
খানার সংখ্যা: প্রায় ৪০৮২ টি,
ভোটার সংখ্যা ৩০, ৪২৯ জন, পুরুষ ১৬৭২১ জন, মহিলা ১০৭০৮ জন।
জমির পরিমান: (একরে) ৮১৩১ একর, কৃষি ৪১৫০ একর, অকৃষি ৩৯৮১ একর
শিক্ষার হার: ৭৫%
প্রাথমিক বিদ্যালয়- সরকারি ২৩, বেসরকারী ০২, (রেজি:) কমিউনিটি(কেজি) ৪টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- নাই
কলেজের সংখ্যা- সরকারী নাই বেসরকারী(মহিলা) ১টি।
মাদ্রাসার সংখ্যা- আলীয়া ২টি, কওমি ৭টি, অন্যান্য ৪টি।
ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা- মসজিদ ৫৬ টি, মন্দির ৫ টি, অন্যান্য নাই।
রাস্তা ও সড়কের পরিমান- পাকা ১৫ কি:মি:, এইচবিবি ৫ কি:মি:, কাচা ৯০ কি:মি:।
হাটবাজার ৫টি, বালুমহাল নাই, জলমহাল ৩টি।
জন্ম নিবন্ধনের সংখ্যা- ১০০%
ব্যাংক ৩ টি, পূবালী ২টি, জনতা ১টি।
ইউনিয়ন ডিজিটাল সেন্টার কমিটি।
ক্র:নং | নাম | পদবী | মোবাইল ও ই-মেইল নং
| মন্তব্য |
০১ | জনাব মোঃ জিলাল উদ্দিন | চেয়ারম্যান | ০১৭১৫ ১৭৩০২৮ Email: bhadeswar.union@gmail.com |
|
02 | জনাব মোহাম্মদ আব্দুল মুনিম | সচিব | ০১৭১৬ ২৯১২৪২, ০১৮১৬১২৬৫০৪ Email: abdul.munim.ups@gmail.com |
|
03 | জনাব জাহেদ আহমদ | ইউ ডি সি | ০১৭১০ ৪৬০৯৬৯ Email: bhadeswar.union@gmail.com |
|
04 | জনাব হাছান আহমদ | প্রঃশিঃ দক্ষিন ভাগ ১নং সরঃপ্রাঃ বিদ্যাঃ | ০১৭৩৩০৮৩৫০৫ |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS